প্রশ্ন
আমি আপনাদের ওয়েব সাইটে পড়েছি যে, রাসূলগণের দাওয়াতের মূল বিষয় একই ছিল। এখন আমার প্রশ্ন হল, রাসূলগণের দাওয়াতের মূল বিষয় এক হলে তাদের শরিয়তে আমলগত এত পার্থক্য কেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূলগণের দাওয়াতের মূল বিষয় একই ছিল। তা হল, তাওহীদের বা একত্ববাদের দাওয়াত। সকল রাসূল মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে, ‘আমি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই; সুতরাং তোমরা আমার ইবাদাত কর।’ [সূরা আম্বীয়া, আয়াত: ২৫]
তবে তাঁদের দাওয়াতের মূর বিষয় এক হলেও তাঁদের প্রত্যেকের শরিয়তে আমলগত পার্থক্য রয়েছে। এই পার্থক্য দোষণীয় কোনো বিষয় নয়। বরং আল্লাহ তাআলার পক্ষ থেকেই এ জাতীয় পার্থক্যের বিধান দেওয়া হয়েছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরীআত ও স্পষ্ট পন্থা এবং আল্লাহ যদি চাইতেন, তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন। কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান।’ [সূরা মায়েদা, আয়াত: ৪৮]
এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস (রা.) বলেছেন,
‘এখানে উদ্দেশ্য হল, পথ ও আদর্শ।’ [তাফসীরে ইবনে কাসীর ৩/১২৯]
এর সমর্থনে হাদিসও রয়েছে। রাসূল (সা.) ইরশাদ করেছেন,
الأَنْبِيَاءُ إِخْوَةٌ مِنْ عَلاَّتٍ وَأُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِدٌ
‘নবিগণ একই পিতার সন্তানের মত। তাদের মা ভিন্ন ভিন্ন (অর্থাৎ, বিধান ভিন্ন)। তাঁদের দ্বীন একটাই।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৯২০]
এই পার্থক্যের কারণ ছিল, আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে তাদের সক্ষমতা অনুযায়ী আমলের বিধান দিয়েছিলেন। যার ফলে আমলগত এই পার্থক্য সৃষ্টি হয়ে যায়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم