প্রশ্ন
সূরা হজের ৭৭ নং আয়াত পড়ে সেজদা দেয়া লাগবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এই সেজদাটি নিয়ে সাহাবীদের মাঝে মতানৈক্য রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) এর মতে এই সেজদাটি দেয়া লাগবে না।
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : فِي الْحَجِّ سَجْدَةٌ وَاحِدَةٌ
‘ইবনে আব্বাস (রা.) বলেন: সূরা হজের মধ্যে একটি সেজদা রয়েছে।’ অর্থাৎ ৭৭ নং আয়াতে সেজদা নেই। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৪৩২৮]
হানাফি মাযহাবে এটিই গ্রহণযোগ্য ফতোয়া।
শরহে মাআনিল আসার ১/২৪৮, মুয়াত্তা মুহাম্মদ ১৫২, আদ্দুররুল মুখতার ২/১০৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم