প্রশ্ন
আমার চাচাতো ভাই বলল, তার বাবা মারা যাওয়ার আগে কুরবানি করার অসিয়ত করে গেছে। জানতে চাই, তার বাবার অসিয়ত পুরা করা কি আবশ্যক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার চাচাতো ভাইয়ের বাবা যেহেতু কুরবানি করার অসিয়ত করে গেছেন তাই তার পরিত্যক্ত সম্পদের এক-তৃতীয়াংশ থেকে কুরবানি দিতে হবে।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا
‘অসিয়ত পূর্ণ করার পর… (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টিত হবে)।’ [সূরা নিসা, আয়াত: ১১]
উল্লেখ্য, উক্ত কুরবানির গোশত নিজেরা খেতে পারবে না। বরং গরিবদের মাঝে সদকা করে দিতে হবে।
ফাতাওয়া বাযযাযিয়া ৬/২৯৫, রদ্দুল মুহতার ৬/৩৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم