প্রশ্ন
আমি একটি ইসলামি বইয়ে পড়েছি, আইয়ামে বীজে রোজা রাখার কথা। আমি জানতে চাচ্ছি, এ রোজা রাখার বিধান কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আইয়ামে বীজ তথা চান্দ্র মাসের তের, চৌদ্দ ও পনের তারিখ রোজা রাখা মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে,
عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه و سلم من صام من كل شهر ثلاثة أيام فذلك صيام الدهر
আবু যার (রা.) বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন: ‘যে প্রতি মাসের তিন দিন রোজা রাখল সে যেন পূর্ণ বছর রোজা রাখল।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৭৬১]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেন-
قال رسول الله صلى الله عليه و سلم يا أبا ذر ! إذا صمت من الشهر ثلاثة أيام فصم ثلاث عشرة وأربع عشرة وخمس عشرة
‘হে আবু যার! তুমি যদি প্রতি মাসে তিনটি রোজা রাখ তাহলে তের, চৌদ্দ ও পনের তারিখ রোজা রাখ।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৭৬০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم