প্রশ্ন
অনেকের মুখে একটি কথা শুনেছি, যে ভক্তি থাকলে নাকি পাথরের দ্বারাও মুক্তি পাওয়া যায়। এটি নাকি হদিসে রয়েছে। কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উল্লিখিত বক্তব্যটি একটি হাদিস হিসেবে কোন কোন অজ্ঞ লোককে বলতে শুনা গেলেও এটি মূলত হাদিস নয়।
হাফিয সাখাবি (রহ.) এ সম্পর্কে বলেন:
قال ابن تيمية: إنه كذب
ইবনে তায়মিয়া (রহ.) বলেন: এটি একটি বানোয়াট কথা।
আলমাকাসিদুল হাসানাহ ৪০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم