প্রশ্ন
আমার অনেক দিনের একটি প্রশ্ন রয়েছে। অনেককে জিজ্ঞাসা করেছি, কিন্তু সঠিক উত্তর পাইনি। প্রশ্ন হল রাসূল (সা.) কি নিমদাড়ি রাখতেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নিমদাড়ি বলা হয় নিচের ঠোঁট ও চিবুকের মধ্যবর্তী কেশগুচ্ছকে। রাসূল (সা.) এই নিমদাড়ি রাখতেন বলে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। হাদিস শরিফে এসেছে-
أَبو جُحَيْفَةَ السُّوَائِيِّ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأَيْتُ بَيَاضًا مِنْ تَحْتِ شَفَتِهِ السُّفْلَى الْعَنْفَقَةَ
আবু জুহায়ফা (রা.) বলেন: ‘আমি রাসূল (সা.) –এর নিচের ঠোঁটের নিচে শুভ্র নিমদাড়ি দেখেছি।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৫৩৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم