প্রশ্ন
আমার উপর গোসল ফরজ থাকা অবস্থায় আমি কি কুরআন মাজিদ মনে মনে পড়তে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গোসল ফরজ থাকা অবস্থায় কুরআন মাজিদ পড়া নিষেধ।
হাদিস শরিফে এসেছে,
لَا تَقْرَأِ الحَائِضُ وَلَا الجُنُبُ مِنَ القُرْآنِ شَيْئًا
‘রাসূল (সা.) বলেছেন, ঋতুবতী নারী ও জুনুবী ব্যক্তি (যার ওপর গোসল ফরজ) কুরআনের কিছুই পাঠ করবে না।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৩১]
তবে মনে মনে পড়তে সমস্যা নেই। কারণ মনে মনে কুরআন পড়াকে কুরআন তেলাওয়াত বলে না। আল্লামা কাসানী (রহ.) তার বাদায়েউস সানায়ে কিতাবে লিখেছেন,
‘জবান হরফসহ নড়াচড়া ছাড়া কেরাত হয় না।’ [বাদায়েউস সানায়ে ৪/১১৮]
তাই মনে মনে পড়তে কোনো সমস্যা নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم