প্রশ্ন
আমার এক বন্ধু এক মেয়েকে ভালোবাসে। তারা উভয়ই প্রাপ্তবয়স্ক। সে এবং ঐ মেয়ে পরিবারকে না জানিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে। আমি ও আমার এক বন্ধু সাক্ষী ছিলাম। আমার প্রশ্ন হলো, এভাবে পরিবারকে না জানিয়ে তাদের এই বিয়েটা কি বৈধ হয়েছে? তারা কি একসাথে ঘর সংসার করতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী যেহেতু তারা দুইজন সাক্ষীর উপস্থিতিতে পরস্পর সম্মতিক্রমে বিয়ে করেছে, তাই আইনত যদিও তাদের বিবাহ সংঘটিত হয়ে গেছে তবে এভাবে লুকিয়ে বিয়ে করা কোনোক্রমেই উচিৎ নয়।
যেহেতু তাদের বিবাহ সংঘটিত হয়ে গেছে সেহেতু তারা একসাথে থাকতেও পারবে।
হাদিস শরিফে এসেছে,
لَا يَجُوزُ نِكَاحٌ، وَلَا طَلَاقٌ، وَلَا ارْتِجَاعٌ إِلَّا بِشَاهِدَيْنِ
‘রাসূল (সা.) বলেছেন, দুইজন সাক্ষী ছাড়াবিবাহ, তালাক ও ফিরিয়ে আনা বৈধ হবে না।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ১০২৫৪]
উল্লেখ্য, বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই মুরব্বীদের সম্মতি ও পরামর্শক্রমে এ গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পাদন করা উচিৎ। হাদিসে অভিভাবকদের মতামত গ্রহণের ব্যাপারে যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে। তাই এভাবে লুকিয়ে বিয়ে করা কোনোক্রমেই উচিৎ নয়।
মুসনাদে আহমদ, হাদিস : ১৯৫১৮, ২৫৩২৬, ১৬১২৩০; মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস : ১০৪৯০, ১০৪৯৪; বাদায়েউস সানায়ে ২/৫২৭, ২/৪৯০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم