প্রশ্ন
আমার বোন কসম করেছে যে, সে অলংকার পরিধান করবে না। এখন সে যদি রূপার আংটি পরিধান করে তাহলে কি তার কসম ভেঙ্গে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেউ কোনো বিষয়ে কসম করলে তা পালন করা জরুরি। তাই রূপার আংটি পরার দ্বারা আপনার বোনের কসম ভঙ্গ হয়ে যাবে এবং তাকে কসমের কাফফারা আদায় করতে হবে।
উল্লেখ্য, কোনো ভালো কাজের কসম করলে কসম পালন করতে হয়।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে
وَاحْفَظُواأَيْمَانَكُمْ
‘তোমরা তোমাদের শপথগুলোকে হেফাজত কর।’ [সূরা মায়েদা, আয়াত: ৮৯]
তবে কোনো বিষয়ে কসম করার পরে এর বিপরীত বিষয়ে যদি কল্যাণ দেখে তাহলে কসম ভঙ্গ করে কল্যাণকর বিষয়টি আঞ্জাম দেওয়ার কথা হাদিস শরিফে এসেছে।
হাদিস শরিফে এসেছে,
إذا حلفت على يمين فرأيت غيرها خيرا منها فكفر عن يمينك وأت الذي هو خير
‘তুমি কোনো বিষয়ে কসম করার পর যদি দেখ অন্যটি আরো উত্তম তখন কসম ভঙ্গ করে ভাল কাজটি করে নিবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৩৪৩; সহিহ মুসলিম, হাদিস: ১৬৫২]
হিদায়া ২/৪৮৩; ফাতহুল কাদির ৫/১৭৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم