প্রশ্ন
ইসলামি শরিয়ত মোতাবেক একজন সরকার–প্রধানের মাঝে কী কী বৈশিষ্ট্য থাকা উচিৎ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামি শরিয়ত অনুযায়ী একজন সরকার-প্রধানের মাঝে বেশ কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. সরকার-প্রধান বুঝমান ও প্রাপ্তবয়স্ক হওয়া।
আল্লাহ তাআলা বলেন-
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ وَاسْتَوَى آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
‘আর মূসা যখন যৌবনে পদার্পণ করল এবং পরিণত বয়স্ক হলো, তখন আমি তাকে বিচারবুদ্ধি ও জ্ঞান দান করলাম। আর এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।’ [সূরা কাসাস, আয়াত: ১৪]
২. মুসলমান হওয়া।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন-
قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ
‘তিনি বললেন, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাব। সে বলল, আমার বংশধরদের থেকেও’? তিনি বললেন, ‘যালিমরা আমার ওয়াদাপ্রাপ্ত হয় না।’ [সূরা বাকারা, আয়াত: ১২৪]
৩. পুরুষ হওয়া।
হাদিস শরিফে এসেছে,
لَمَّا بَلَغَ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم أَنَّ أَهْلَ فَارِسَ قَدْ مَلَّكُوْا عَلَيْهِمْ بِنْتَ كِسْرَى قَالَ لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ امْرَأَةً
‘যখন রাসূল (সা.)-এর কাছে এ খবর পৌঁছল যে, পারস্যবাসী কিসরা কন্যাকে তাদের বাদশাহ মনোনীত করেছে, তখন তিনি বললেন, সে জাতি কখনো সফল হবে না স্ত্রীলোক যাদের প্রশাসক হয়।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৪২৫]
৪. ইলম থাকতে হবে। এতটুকু ইলম থাকা জরুরি যাতে সে ইসলামি তরিকা অনুযায়ী শাসনকার্য পরিচালনা করতে পারে।
আল্লাহ তাআলা বলেন,
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ وَاسْتَوَى آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
‘আর মূসা যখন যৌবনে পদার্পণ করল এবং পরিণত বয়স্ক হলো, তখন আমি তাকে বিচারবুদ্ধি ও জ্ঞান দান করলাম। আর এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।’ [সূরা কাসাস, আয়াত: ১৪]
৫. ন্যায়পরায়ণ হওয়া।
مَنِ اسْتَعْمَلَ رَجُلًا مِنْ عِصَابَةٍ وَفِي تِلْكَ الْعِصَابَةِ مَنْ هُوَ أَرْضَى لِلَّهِ مِنْهُ فَقَدْ خَانَ اللَّهَ وخانَ رَسُولَهُ وخانَ الْمُؤْمِنِينَ
‘রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো দলের উপর কোনো ব্যক্তিকে নিযুক্ত করল, অথচ সেই দলের মধ্যে তার চেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি আছে, তাহলে সে আল্লাহ, তাঁর রাসূল ও মুসলমানদের সাথে খেয়ানত করল।’ [মুসতাদরাকে হাকেম ৪/১০৪; আল মুজামুল কাবির ১১/১১৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم