প্রশ্ন
যাকাত-ফেতরা কালেকশনকারীদেরকে কমিশন ভিত্তিক পারিশ্রমিক প্রদান করা শরিয়তের দৃষ্টিতে কেমন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকাত-ফেতরা ইত্যাদি কালেকশনকারীদেরকে পারিশ্রমিক হিসেবে নির্ধারিত হারে কমিশন প্রদান করা জায়েয।
এক্ষেত্রে শর্ত হলো কালেকশনকারীদেরকে এ টাকা মাদ্রাসার সাধারণ ফান্ড থেকে দিতে হবে। সরাসরি যাকাত-ফেতরার টাকা হতে এ পারিশ্রমিক দেয়া জায়েয নয়।
রদ্দুল মুহতার ৫/৫৭; আল মাআঈর ২৮০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم