প্রশ্ন
অনেক রাজনৈতিক নেতাকে দেখা যায় মৃত্যুর পর কফিনসহ দাফন করা হয়। জানতে চাই, এভাবে কফিনসহ দাফন করা কি জায়েজ আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় কফিনসহ দাফন করা নাজায়েয। এতে সম্পদ অপচয় হয়।
ইসমাইল ইবনে মোহাম্মদ ইবনে সাদ (রহ.) বলেন, ‘সাদ (রা.)-কে বলা হলো আমরা আপনার জন্য একটি কাঠের বক্স তৈরি করতে চাই, যার মধ্যে আপনাকে দাফন করব। তিনি উত্তর দিলেন, না, এমনটি কর না।’ [তাবাকাতে ইবনে সাদ ২/২২৬]
তবে হিংস্র প্রাণী বা অন্য কিছুর আক্রমণের আশঙ্কা হলে কিংবা মাটি কাদাযুক্ত বা অতিরিক্ত নরম হলে -যেখানে স্বাভাবিকভাবে দাফন করা সম্ভব হয় না- সেক্ষেত্রে কফিনসহ দাফন করা জায়েয।
আলমুহীতুল বুরহানী ২/৩২৩; রদ্দুল মুহতার ৩/১৪০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم