প্রশ্ন
আমাদের গ্রামের এক ব্যক্তি পাগল হয়ে যাওয়ার কারণে তার পক্ষ থেকে বদলি হজ্ব করানো হয়। পরবর্তীতে আল্লাহর রহমতে তিনি আবার সুস্থ হয়ে যান। এখনও তার কাছে অনেক টাকা পয়সা আছে। জানতে চাই, তার কি পুনরায় হজ্ব করা লাগবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বদলি হজ্ব করানোর জন্য শর্ত হলো, ওজরটি মৃত্যু পর্যন্ত বাকি থাকা। যদি একবার বদলি হজ্ব করানোর পর ওজরটি দূর হয়ে যায় তাহলে তার বদলি হজ্বটি নফল হয়ে যায়।
উল্লেখ্য, উক্ত শর্তটি হচ্ছে ঐ সকল ওজরের ক্ষেত্রে যে সকল ওজর দূর হওয়ার সম্ভাবনা আছে। যেমন পাগল হওয়া, কারাগারে আটক থাকা।
তাই উক্ত ব্যক্তির পুনরায় নিজে গিয়ে ফরজ হজ্ব আদায় করতে হবে।
আলবাহরুর রায়েক ৩/৬১; রদ্দুল মুহতার ২/৫৯৯; গুনইয়াতুন নাসিক ৩২১; যুবদাতুল মানাসিক ৪৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم