প্রশ্ন
১০, ১১ ও ১২ যিলহজ্ব কঙ্কর মারার সময় কখন? অনেকে ১১ ও ১২ তারিখ সূর্য হেলার পূর্বেই কঙ্কর নিক্ষেপ করতে বলেন। এ সময় কঙ্কর মারলে তা সঠিক হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হজ্বের গুরুত্বপূর্ণ একটি আমল হলো কঙ্কর নিক্ষেপ করা। হাদিস শরিফে এসেছে,
সালিম (রহ.) (তাঁর পিতা) ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রা.) হতে বর্ণনা করেন। তিনি বলেন, ‘তিনি [আব্দুল্লাহ ইবনু উমার (রা.)] প্রথম জামারায় (নিকটবর্তী জামারায়) সাতটি পাথর মারতেন এবং প্রত্যেক পাথরের মারার সময় ‘আল্লা-হু আকবার’ বলতেন। তারপর তিনি কিছু দূর আগে বেড়ে নরম মাটিতে যেতেন এবং সেখানে কিবলার দিকে দাঁড়িয়ে দীর্ঘ সময় হাত তুলে দু‘আ করতেন। তারপর জামারায়ে উস্ত্বা’য় (মধ্যম জামারায়) এসে আবার সাতটি পাথর মারতেন। প্রত্যেক (ছোট) পাথর মারার সাথে ‘আল্লা-হু আকবার’ বলতেন। তারপর বামদিকে কিছু দূর এগিয়ে নরম মাটিতে পৌঁছে কিবলার দিকে দাঁড়িয়ে দু‘আ করতেন। এরপর জামারাতুল ‘আক্বাবায় গিয়ে বাত্বনি ওয়াদী (খোলা নিচু জায়গা) হতে সাতটি পাথর মারতেন। প্রত্যেক পাথর মারার সাথে ‘আল্লা-হু আকবার’ বলতেন। কিন্তু এখানে দাঁড়াতেন না, বরং (গন্তব্য পথে) চলে যেতেন এবং বলতেন, আমি নবী (সা.)কে এভাবে পাথর (কঙ্কর) মারতে দেখেছি।’ [সহিহ বুখারি, হাদিস: ১৭৫১]
তবে কঙ্কর নিক্ষেপ করার নির্দিষ্ট সময় আছে। এর ব্যতিক্রম করলে এই আমলটি সহিহ হবে না।
দশ যিলহজ্ব কঙ্কর মারার সময় হলো সুবহে সাদিক থেকে নিয়ে এগারো তারিখ সুবহে সাদিক পর্যন্ত। এবং এগারো ও বারো তারিখ কঙ্কর মারার সময় কেবল সূর্য হেলার পর থেকেই শুরু হয়। অতএব যারা এগারো ও বারো তারিখে সূর্য হেলার পূর্বেই কঙ্কর নিক্ষেপ করতে বলেন তাদের কথা সঠিক নয়।
আলবাহরুর রায়েক ২/৩৪৮; আদদুররুল মুখতার ২/৫২১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم