প্রশ্ন
আমরা যে কালিমা পড়ি কেউ কেউ বলে তা কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত নয়। এ ব্যাপারে দলিলসহ জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কালিমায়ে তায়্যিবা হলো শিআরে ইসলাম বা ইসলামের নিদর্শন। ইসলামের শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে।
কালিমায়ে তায়্যিবার পূর্ণাঙ্গ রূপটি সুন্নাতে মুতাওয়ারিসার (যুগ পরম্পরায় চলে আসা সুন্নাত) মাধ্যমে প্রমাণিত। একাধিক হাদিসে তা হুবহু বর্ণিত হয়েছে। নিচে এমন একটি হাদিস উল্লেখ করা হলো-
ذكره يونس بن بكير في زيادات المغازي وأخرجه الحاكم من طريق يونس عن يوسف بن صهيب عن عبد الله بن بريدة عن أبيه قال انطلق أبو ذر ونعيم بن عم أبي ذروأنا معهم يطلب رسول الله صلى الله عليه وسلم وهو مستتر بالجبل فقال به أبو ذر يا محمد أتيناك لنسمع ما تقول قال أقول لا اله الا الله محمد رسول الله فآمن به أبو ذر وصاحبه
‘বুরাইদা (রা.) বলেন, আবু যর এবং তার চাচাতো ভাই নুআইম রাসূল (সা.) এর সন্ধানে বের হলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। নবীজী তখন একটি পাহাড়ে আত্মগোপনে ছিলেন। আবু যর তার কাছে উপস্থিত হয়ে বললেন, হে মুহাম্মাদ! আপনি কী বলেন আমরা তা শুনতে এসেছি। তখন রাসূল (সা.) ইরশাদ করলেন, আমি বলি ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’। তখন আবু যর এবং তার সঙ্গী ঈমান আনয়ন করলেন।’ [আলইসাবাহ ৫/৩৫৬]
তাফসীরে ইবনে কাসীর ৫/১৯৩; তাফসীরে ইবনে জারীর তাবারী ১৬/৬০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم