প্রশ্ন
জানাজার নামাজ কি একবারের বেশি পড়া যায়? আমার এক বন্ধু বলল, জানাজার নামাজ এক বারের বেশি পড়া যায় না। তার কথা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জানাজার নামাজ একবার পড়াই নিয়ম। একবার জানাজা আদায়ের পর পুনরায় জানাজার নামাজ পড়া মাকরুহ।
ইবরাহীম নাখয়ী (রহ.) বলেন,
‘মায়্যিতের উপর দুই বার জানাজা নামাজ পড়া হবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৬৩]
অবশ্য অভিভাবকের অংশগ্রহণ ও অনুমতি ছাড়া জানাজা পড়া হলে সেক্ষেত্রে অভিভাবকের জন্য দ্বিতীয় বার পড়ার সুযোগ রয়েছে।
প্রথম জানাজায় অংশগ্রহণ করেনি এমনসব ব্যক্তিরা দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করতে পারবে।
মুখতাসারু ইখতিলাফিল উলামা ১\৩৯৪; বাদায়েউস সানায়ে ২/৩৩৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم