প্রশ্ন
আমাদের এক নিকটাত্মীয়ের ছোট্ট মেয়ে হারিয়ে গিয়েছিল। তখন সে মান্নত করেছিল যে,যদি তার মেয়েকে পায় তাহলে আজমির শরিফ যাবে ও মাযারে শিরনি দিবে। তার এই মান্নত সহিহ হয়েছে কি না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, প্রশ্নে উল্লেখিত মান্নতটি সহিহ হয়নি;বরং এ ধরনের মান্নত করার কারণে গুনাহ হয়েছে।
উল্লেখ্য,মান্নত শুধু নেক কাজের এবং আল্লাহর জন্যই করা যায়। কোনো মাযারে যাওয়ার মান্নত করা বা মাযারে শিরনি দেওয়ার মান্নত করা কঠিন গুনাহের কাজ। তাই এ থেকে বিরত থাকা জরুরি।
সহীহ বুখারী ২/৯৯১; আলমুহীতুল বুরহানী ৬/৩৫২; বাদায়েউস সানায়ে ৪/২২৬; আলবাহরুর রায়েক ২/২৯৮; ফাতহুল কাদীর ৪/৩৭৪; আদ্দুররুল মুখতার ২/৪৩৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم