প্রশ্ন
৩ টি রুকন ব্যতীত বিয়েতে আর কী কী বিষয় আবশ্যক? অর্থাৎ বিয়ের শর্ত কয়টি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ৩ টি রোকন ছাড়াও আরো ৬ টি শর্ত রয়েছে। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো:-
ক) পাত্র-পাত্রী উভয়কে নির্দিষ্ট করে নেয়া।
উভয়ে উপস্থিত থাকলে ইশারা করে দেখিয়ে দেয়ার মাধ্যমেই নির্দিষ্ট হয়ে যাবে। উপস্থিত না থাকলে নাম, বংশপরিচয় ও গুণাবলি উল্লেখ করার মাধ্যমে নির্দিষ্ট করতে হবে।
খ) পাত্র-পাত্রী উভয়ের প্রকাশ্য সম্মতি থাকা।
হাদিস শরিফে এসেছে, নবী (স.) বলেন,
“স্বামীহারা নারীকে তার সিদ্ধান্ত জানা ছাড়া বিয়ে দেয়া যাবে না এবং কুমারী মেয়েকে তার সম্মতি ছাড়া বিয়ে দেয়া যাবে না।” লোকেরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! কেমন করে কুমারী মেয়ের সম্মতি জানব? (যেহেতু সে খুব লজ্জাবোধ করবে)। তখন নবী (সা.) বললেন, “চুপ করে থাকাটাই তার সম্মতি”। [সহিহ বুখারি, হাদিস: ৪৭৪১]
গ) বিয়েতে মেয়ের অভিভাবকের সম্মতি থাকা।
হাদিস শরিফে এসেছে, নবী (সা.) বলেন,
“যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। [তিরমিযি, হাদিস: ১০২১]
ঘ) ইজাব কবুলের সময় সাক্ষী উপস্থিত থাকা।
হাদিস শরিফে এসছে, নবী (সা.) বলেন,
“অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোনো বিবাহ নেই”। [সহিহ জামে লি তাবারানি, হাদিস: ৭৫৫৮]
ঙ) পাত্রের পক্ষ থেকে পাত্রীর জন্য মোহর নির্ধারণ করা।
পবিত্র কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন,
“আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে।” [সূরা নিসা-৪]
চ) বিয়েতে প্রচারণার ব্যবস্থা করা।
হাদিস শরিফে এসেছে, নবী (সা.) বলেন,
“তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা কর”। [মুসনাদে আহমাদ, হাদিস: ১০৭২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم