আজ সকাল ৯ঃ২২ মিনিট থেকে ১১ টা পর্যন্ত একটানা দেড় ঘন্টার অধিক সময় ধরে বিদেশে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ছাত্রদের কে গুরুত্বপূর্ণ নসিহাহ, গাইডলাইন এবং দেশ জাতি ও মানবিক সমাজ বিনির্মাণে অবদান রাখার হেদায়াতি দিয়ে সরাসরি চলে যান ইউনাইটেড হসপিটালে। দীর্ঘ বক্তৃতায় মায়াবী হাসিখুশি বন্ধুত্বসূলভ আলোচনায় আদৌ ক্লান্তি ও অসুস্থতার কোন ছাপ ছিল না!ডাক্তারের পরামর্শ বাইপাস অপারেশন হতে হবে। রাব্বাল আ'লামিন, আরশের মালিক আমিরে জামায়াতকে শেফায়ে কামেলা আজিলা দান করেন, আমিন।
গুরুতর অসুস্থ আমিরে জামায়াত, বাইপাস অপারেশনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা
আজ সকালে তিনি বিদেশে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ছাত্রদের উদ্দেশ্যে দেড় ঘন্টারও বেশি সময় ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। দীর্ঘ এই বক্তৃতার সময় তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেলেও, সেখান থেকে সরাসরি তিনি হাসপাতালে যান। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার বাইপাস অপারেশনের প্রস্তুতি চলছে। জামায়াতের পক্ষ থেকে আমিরের দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
