প্রশ্ন
আমার পিতা মাতার জীবদ্দশায় আমি তাদের সাথে সদাচার করতে পারিনি। বর্তমানে তারা উভয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। জানতে চাচ্ছি, তাদের সাথে অসদাচরণের কোনো ক্ষতিপূরণ হতে পারে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পিতা মাতার সাথে সদাচার করা ফরজ। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا
‘আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা-মাতার সাথে সদাচরণ করতে।’ [সূরা আনকাবুত, আয়াত: ৮]
যেহেতু আপনি তাদের সাথে জীবদ্দশায় সদাচার করতে পারেননি, তাই এখন আপনার করণীয় হল, খাঁটি মনে তওবা করা। কারণ কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ
‘নিশ্চয় তাওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য, যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে। তারপর শীঘ্রই তাওবা করে। অতঃপর আল্লাহ এদের তাওবা কবুল করবেন।’ [সূরা নিসা, আয়াত: ১৭]
পাশাপাশি আপনার মৃত পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করা এবং তাদের জন্য দান সদকা করা। এতে তাদের প্রতি মৃত্যুর পরও সদাচার করা হবে। হাদিস শরিফে এসেছে,
‘আবু উসাইদ মালিক ইবনে রবীআ সাঈদী (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূল (সা.)-এর নিকট উপস্থিত ছিলাম। এ সময় বনী সালিমার এক লোক তাঁর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! পিতা-মাতার মৃত্যুর পরও কি তাদের প্রতি হক রয়েছে, যা আমি পালন করবো? তিনি বললেন, হ্যাঁ, তাদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করা, তাদের ওয়াদা পূরণ করা, তাদের উভয়ের মাধ্যমে যে আত্মীয়তার সম্পর্ক আছে তা রক্ষা করা এবং তাদের বন্ধুদের সম্মান করা।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫১৪২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم