প্রশ্ন
আমার পরিবারের এক ব্যক্তি তার স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্ত্রী বর্তমান থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা হারাম। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ
‘তোমাদের জন্য দুই বোনকে এক সাথে বিবাহে রাখা হারাম করা হয়েছে।’ [সূরা নিসা, আয়াত: ২৩]
বিয়ে করা হারাম হলেও কেউ যদি তার শ্যালিকার সাথে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে তাহলে এ কারণে তার স্ত্রী তালাক হবে না। তবে কাজটি অত্যন্ত গর্হিত হবে। এ জন্য খাঁটি মনে তওবা করতে হবে।
সুতরাং উক্ত ব্যক্তির করণীয় হল, আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে তওবা করা এবং ভবিষ্যতে এ জাতীয় গর্হিত কাজ থেকে বিরত থাকার দৃঢ় সংকল্প করা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم