প্রশ্ন
পাগড়ির শামলা কিভাবে রাখবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পাগড়ির শামলা রাখার উত্তম পদ্ধতি হলো শামলাকে মাঝ পিঠ পর্যন্ত প্রলম্বিত করে রাখা। তবে পাগড়ির প্রান্ত চার আঙ্গুল রাখার কথাও হাদিস শরিফে পাওয়া যায়। তদ্রূপ প্রান্ত বের না করেও পাগড়ি পরা যায়।
عن عبد الله بن عمر قال : كنت عاشر عشرة في مسجد رسول الله صلى الله عليه و سلم … إلى أن قال : ثم أمر ابن عوف فتجهز لسرية بعثه عليها، فأصبح وقد اعتم بعمامة كرابيس سوداء، فأتاه النبي صلى الله عليه وسلم، ثم نقضها، فعممه فأرسل من خلفه أربع أصابع أو نحوها ثم قال: ” هكذا يا ابن عوف فاعتم فإنه أعرب وأحسن
.رواه الطبراني في الأوسط وإسناده حسن.مجمع الزوائد
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইবনে আওফ (রা.)কে পাগড়ি পরিয়ে দিয়েছেন এবং পিছনে চার আঙ্গুলের মত ছড়িয়ে দিয়েছিলেন। [আলমুজামুল আওসাত, তাবারানী, মাজমাউয যাওয়ায়েদ ৫/১৪৮]
মোটকথা, পাগড়ি পরা যেহেতু অভ্যাসগত সুন্নত তাই পোশাকের মূলনীতি ঠিক রেখে যে কোনো ধরনের, যে কোনো রংয়ের এবং যে কোনোভাবেই পাগড়ি পরার অবকাশ আছে।
মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২৫৪৮৯, যাদুল মাআদ ১/৭২, জামউল ওয়াসায়েল ১/২০৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم