প্রশ্ন
টুপি পরার কী হুকুম?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
টুপি নবি কারিম (সা.) পরেছেন। সাহাবা, তাবেয়ি, তাবে-তাবেয়িগণও পরেছেন এবং পরবর্তীতে সব যুগেই মুসলিমগণ তা পরিধান করেছেন। টুপি পাগড়ির মতই একটি ইসলামী লেবাস। হাদিস, আছার ও ইতিহাসের কিতাবে এই বিষয়ে বহু তথ্য রয়েছে। হাসান ইবনে মেহরান (রহ.) এক সাহাবি থেকে বর্ণনা করেন, তিনি বলেন-
أكلت مع رسول الله صلى الله عليه وسلم، ورأيت عليه قلنسوة بيضاء.
আমি রাসূল (সা.) এর সাথে খানা খেয়েছি এবং তার মাথায় সাদা টুপি দেখেছি।
উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন,
إن النبي صلى الله عليه وسلم كان يلبس من القلانس في السفر ذوات الآذان، وفي الحضر المشمرة يعني الشامية
রাসূলুল্লাহ (সা.) সফর অবস্থায় কানটুপি পরতেন, আর আবাসে পরতেন শামী টুপি।
হযরত হাসান বসরী (রহ). বলেন,
وكان القوم يسجدون على العمامة والقلنسوة
তারা (সাহাবায়ে কেরাম গরমের দিনে) পাগড়ি ও টুপির উপর সেজদা করতেন।
এ ছাড়াও টুপি পরিধানের ব্যাপারে আরো বহু হাদীস এবং আসার রয়েছে।
আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন, রাসূল (সা.) পাগড়ি পরতেন এবং পাগড়ির নিচে টুপি পরতেন। তিনি কখনো পাগড়ি ছাড়া টুপি পরতেন। কখনো টুপি ছাড়া পাগড়ি পরতেন।
আলইসাবাহ ৩/১৯৮, আল জামে লিআখলাকির রাবী, পৃ:২০২, আখলাকুন নবুওয়াহ, হাদিস: ২৯৯, সুবুলুল হুদা ওয়ার রাশাদ ৭/২৮৮, সহিহ বুখারি ১/৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم