প্রশ্ন
রোজা অবস্থায় স্ত্রীকে আদর করার যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রোজা অবস্থায় স্ত্রীকে আদর আহলাদ করা বৈধ। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ
‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) রোজা অবস্থায় স্ত্রীকে আদর আহলাদ করতেন।’ [মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদিস: ৯৪৩১]
তবে স্ত্রীতে আদর আহলাদ করতে গিয়ে কারো যদি বীর্যপাত হয়ে যায় তাহলে তার রোজা ভেঙ্গে যাবে। এ জন্য শুধু সেদিনের রোজাটি কাযা করতে হবে। কাফফারা করা কোনো প্রয়োজন নেই।
হেদায়া ১/২১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم