প্রশ্ন
ইহরাম অবস্থায় গোসল করতে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, ইহরাম অবস্থায় গোসল করতে কোনো সমস্যা নেই। হাদিস শরিফে এসেছে,
‘আবদুল্লাহ ইবনে হুনায়ন (রহ.) তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আবাওয়া নামক জায়গায় আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) এবং মিসওয়ার ইবনু মাখরামা (রা)-এর মধ্যে মতবিরোধ দেখা দিল। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বললেন, মুহরিম ব্যক্তি তার মাথা ধুতে পারবে আর মিসওয়ার (রা.) বললেন, মুহরিম তার মাথা ধুতে পারবে না। এরপর আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) আমাকে আবু আইউব আনসারী (রা.)-এর নিকট প্রেরণ করলেন। আমি তাঁকে কুয়া হতে পানি উঠানো চরকার দু’ খুঁটির মধ্যে কাপড় ঘেরা অবস্থায় গোসল করতে দেখতে পেলাম।’ [সহিহ বুখারি, হাদিস: ১৮৪০]
উক্ত হাদিস থেকে বুঝা যাচ্ছে, মুহরিম ব্যক্তি গোসল করতে পারবে। তবে সে সুগন্ধিযুক্ত কোনো সাবান বা শ্যাম্পু ব্যবহার করতে পারবে না।
আল মুগনী ৪/৪২২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم