প্রশ্ন
এ বছর কুরবানি ঈদের দিন আমি সফরে ছিলাম। আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছিল। আমি চাচ্ছিলাম সফর থেকে ফিরে এসে ঈদের পরদিন কুরবানি করব। কিন্তু আমার ছোট ভাই বলল, ঈদের পরদিন কুরবানি করলে কুরবানি হয় না। ঈদের দিনই করতে হয়। তাই বাধ্য হয়ে ঈদের দিনেই কুরবানি করি। জানতে চাচ্ছি, ১০ শে যিলহজ্বের পর কুরবানি করার কোনো সুযোগ আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
১০, ১১ ও ১২ এই তিন দিন কুরবানি করার অনুমতি শরিয়তে রয়েছে। হাদিস শরিফে এসেছে,
أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كان يقول: الأَضْحَى يَوْمَانِ بَعْدَ يَوْمِ الأَضْحَى
‘আব্দুল্লাহ ইবনে উমর (রা.) বলতেন, ঈদের দিনের পর আরো দু’দিন কুরবানি করা যাবে।’ [মুয়াত্তা ইমাম মালেক, হাদিস: ১৩৮৮]
অন্য হাদিসে এসেছে,
عَن ابْن عَبَّاس وَابْن عمر رَضِي الله تَعَالَى عَنْهُم، قَالَا: النَّحْر ثَلَاثَة أَيَّام أَولهَا أفضلهَا
‘ইবনে আব্বাস (রা.) ও ইবনে উমর (রা.) বলতেন, কুরবানি তিনদিন পর্যন্ত করা যায়। তবে প্রথম দিন সর্বোত্তম।’ [উমদাতুল ক্বারী ২১/১৪৮]
কাজেই আপনার ছোট ভাইয়ের বক্তব্য সঠিক নয়। বরং আপনার জন্য ১০ তারিখের পরদিনও কুরবানি করার সুযোগ ছিল।
ইলাউস সুনান ১৭/২৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم