প্রশ্ন
আমরা অনেক সময় সংক্ষেপে দরূদ পড়ে থাকি। যেমন বলে থাকি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রশ্ন হল, এর দ্বারা কি দরূদ পাঠের ফজিলত লাভ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উত্তম হল রাসূল (সা.) যেভাবে দরূদ পাঠ করতে বলেছেন, সেভাবে দরূদ পাঠ করা। হাদিস শরিফে এসেছে,
عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قِيْلَ يَا رَسُوْلَ اللهِ أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلَاةُ عَلَيْكَ قَالَ قُوْلُوا اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اللهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
‘কা‘ব ইবনে উজরাহ (রা.) হতে বর্ণিত। বলা হল, হে আল্লাহর রাসূল! আপনার উপর সালাম (সম্পর্কে) আমরা অবগত হয়েছি; কিন্তু সালাত কীভাবে? তিনি বললেন, তোমরা বলবে, ‘‘হে আল্লাহ! তুমি মুহাম্মাদ এবং মুহাম্মাদের পরিবারবর্গের উপর রহমত নাযিল কর, যেমনিভাবে ইব্রাহীম-এর পরিবারবর্গের উপর তুমি রহমত নাযিল করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত, মর্যাদাবান। হে আল্লাহ! তুমি মুহাম্মদ-এর উপর এবং মুহাম্মাদ-এর পরিবারবর্গের প্রতি বারাকাত নাযিল কর। যেমনিভাবে তুমি বারাকাত নাযিল করেছ ইব্রাহীমের পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত, মর্যাদাবান।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৭৯৭]
তবে সংক্ষেপে দরূদ পাঠ করলেও দরূদ পাঠের ফজিলত লাভ হবে। উলামায়ে কেরামগণ এমনটিই বলেছেন।
সুতরাং শুধু ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’- বললেও দরূদ পাঠের ফজিলত লাভ হবে।
আল মাজমু, ইমাম নববি ৩/৪৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم