প্রশ্ন
আমি একজন মাদরাসার ছাত্র। একবার আমার এক সহপাঠীর সাথে একটি মাসআলা নিয়ে আমার বিতর্ক হয়। আমি তাকে বলি, তুমি যদি এই মাসআলা প্রমাণ করতে পার তাহলে আমি তোমাকে একশত টাকা দিব। আর না পারলে কিছুই পাবে না। পাশ থেকে অন্য এক সহপাঠী বলল, তোমার এই শর্তারোপ জুয়ার অন্তর্ভুক্ত হয়েছে। প্রশ্ন হল, আসলেই কি আমার এই শর্তারোপ জুয়ার অন্তর্ভুক্ত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জুয়া বলা হয়,
الميسر هو كل عملية يكون المشارك فيها إما غانماً وإما غارماً
‘প্রত্যেক এমন কাজ যাতে অংশগ্রহণকারী লাভ বা লোকসানের মাঝে ঝুলন্ত থাকে।’ [ফাতওয়া শাবকাতুল ইসলামিয়া ১২/১৬১০, ফাতওয়া নং, ৫৪৭]
যদি কোনো চ্যালেঞ্জ এমন হয় যে, একপক্ষ বিজয়ী হলে পুরস্কার পাবে, কিন্তু অপর পক্ষ বিজয়ী হলে কিছুই পাবে না- তাহলে একে জুয়া বলা হয় না।
সুতরাং আপনার পক্ষ থেকে আপনার সহপাঠী বিজয়ী হলে যেহেতু পুরস্কারের ঘোষণা দিয়েছেন, কিন্তু আপনি বিজয়ী কোনো কিছুর শর্তারোপ করেননি তাই এটি জুয়া হয়নি। বরং এটিকে পুরস্কার বা হাদিয়া বলা যেতে পারে।
জাওয়াহিরুল ফিকহ ২/৩৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم