প্রশ্ন
আমি জানি যে সুদ হারাম। কিন্তু একটি গাড়ির প্রয়োজন দেখা দেওয়ায় আমি ব্যাংক থেকে সুদের উপর ঋণ নেই। এখন আমার জানার বিষয় হল, আমি যদি খাঁটি মনে তওবা করি তাহলে এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুদ হারাম। তাই সামান্য একটি গাড়ির জন্য ব্যাংক থেকে ঋণ কোনোক্রমেই বৈধ হয়নি। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
‘আল্লাহ বেচা-কেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন।’ [সূরা বাকারা, আয়াত: ২৭৫]
হাদিস শরিফে এসেছে,
عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ
‘জাবের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল (সা.) সুদগ্রহীতা, সুদদাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষীর উপর লানত দিয়েছেন। তিনি বলেছেন: এরা সকলেই সমান গুনাহগার।’ [সহিহ মুসলিম, হাদিস: ৪১৭৭]
তবে আপনি যেহেতু গুনাহ করেছেন এবং এখন তওবা করতে চাচ্ছেন, তাই আমরা আশাবাদী, আপনি যদি পূর্বোক্ত অপরাধের জন্য খাঁটি দিলে তওবা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করবেন। কারণ, কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ
‘নিশ্চয় তাওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য, যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে। তারপর শীঘ্রই তাওবা করে। অতঃপর আল্লাহ এদের তাওবা কবুল করবেন।’ [সূরা নিসা, আয়াত: ১৭]
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لاَ ذَنْبَ لَهُ
‘গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তিতুল্য।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪২৫০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم