প্রশ্ন
শিয়া মতবাদ কার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী শিয়া মতবাদের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ বিন সাবা, যে একজন ইহুদি ছিল। শিয়া লেখক আবু জাফর তুসী তার কিতাবে লেখেন,
أن عبد الله بن سبا كان يهوديا فأسلم ووالى عليا عليه السلام، وكان يقول وهو على يهوديته فى يوشع بن نون وصى موسى بالغلو، فقال فى اسلامه بعد وفاة رسول الله صلى الله عليه وسلم فى على عليه السلام مثل ذالك، وكان أول من شهر بالقول بفرض إمامة على
‘আব্দুল্লাহ ইবনে সাবা ছিল ইহুদি। সে ইসলাম গ্রহণ করে এবং আলী (রা.)-কে ওলী হিসেবে গ্রহণ করে। ইহুদি অবস্থায় মূসা (আ.)-এর অসী ইউশা ইবনে নুন সম্পর্কে বাড়াবাড়ি করেছিল। রাসূল (সা.)-এর মৃত্যুর পর ইসলাম প্রকাশ করার পরও সে আলী (রা.) সম্পর্কে অনুরূপ বাড়াবাড়ি করেছিল। সেই সর্বপ্রথম ব্যক্তি যে আলী (রা.)-এর ইমামতকে ফরজ বলেছিল।’ [রিজালে কাশী পৃ. ১০৩]
ইতিহাসে এ কথা অকাট্যভাবে প্রমাণিত যে, আব্দুল্লাহ ইবনে সাবা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলেও প্রকৃতপক্ষে সে ছিল একজন মুনাফিক। এ কারণেই আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমগণ বলে থাকেন যে, শিয়া মতবাদের প্রতিষ্ঠা হয়েছিল ইহুদিদের হাতে।
আততাবসীর ফিদ দ্বীন পৃ. ৭১-৭২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم