প্রশ্ন
কোনো গায়ক বা গায়িকার মৃত্যুর পর যদি তাকে স্মরণ করে কোনো গানের কনসার্টের আয়োজন করা হয় তাহলে এর গুনাহ মৃত ব্যক্তি ভোগ করবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তি যদি তার জীবদ্দশায় উক্ত কাজটিকে নিজের জন্য করাকে অপছন্দ করত তাহলে তার মৃত্যুর পর উক্ত কনসার্টের কারণে তার গুনাহ হবে না। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى
‘কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।’ [সূরা ইসরা, আয়াত: ১৫]
তবে মৃত ব্যক্তি যদি নিজের জন্য এ কাজটি হওয়াকে পছন্দ করত বা সে যদি এই মন্দ কাজের প্রচলন করে যেত তাহলে উক্ত কাজের গুনাহ তার কবরেও পৌঁছবে। হাদিস শরিফে এসেছে,
وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً، كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ
‘আর যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ রীতির প্রচলন করলো, তার জন্য তো এ কাজের গুনাহ আছেই। এরপর যারা এ মন্দ রীতির উপর আমল করবে তাদের গুনাহও তার ভাগে আসবে, অথচ এতে আমলকারীদের গুনাহ কম করবে না।’ [সহিহ মুসলিম, হাদিস: ১০১৭]
সুতরাং উক্ত মৃত গায়ক বা গায়িকার কল্যাণকামীরা যদি তাদের জন্য কল্যাণকর কিছু করতে চান তাহলে দোয়া মাহফিলের আয়োজন করতে পারেন। গানের কনসার্টের আয়োজন করে গুনাহ কামানো কোনো বুদ্ধিমানের কাজ নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم