প্রশ্ন
আমি একবার এশার নামাজ পড়ার সময় ভুলে দুই রাকাতের মাথায় সালাম ফিরিয়ে ফেলি। পরবর্তীতে মনে পড়লে পুনরায় নতুন করে এশার নামাজ পড়ি। প্রশ্ন হল, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চার রাকাত বিশিষ্ট নামাজে কেউ যদি ভুলে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার করণীয় হল, যতক্ষণ পর্যন্ত নামাজ পরিপন্থি কোনো কাজ করে না থাকলে সাথে সাথে দাড়িঁয়ে যাবে এবং অবশিষ্ট দুই রাকাত শেষ করবে। নামাজ শেষে সাহু সেজদা করে দিবে। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ أَوِ الْعَصْرَ فَسَلَّمَ، فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ الصَّلاَةُ يَا رَسُولَ اللَّهَ أَنَقَصَتْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ “ أَحَقٌّ مَا يَقُولُ ”. قَالُوا نَعَمْ. فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ
‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) আমাদের নিয়ে যোহর বা আসরের সালাত আদায় করলেন এবং সালাম ফিরালেন। তখন যুল-ইয়াদাইন (রা.) তাঁকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল! নামাজ কি কম হয়ে গেল? রাসূল (সা.) তাঁর সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, সে যা বলছে, তা কি ঠিক? তাঁরা বললেন, হাঁ। তখন তিনি আরও দু’ রাকআত নামাজ আদায় করলেন। পরে দু’টি সিজদা করলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১২২৭]
সুতরাং আপনার জন্য উচিৎ ছিল, নামাজ পরিপন্থি কোনো কাজ না করে থাকলে ঐ মুহূর্তে দাঁড়িয়ে বাকি দুই রাকাত পড়ে সাহু সেজদা দিয়ে দেওয়া।
বাদায়েউস সানায়ে ১/৪০২; আদদুররুল মুখতার ২/৫৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم