প্রশ্ন
আমার ঘরে দামি দামি ডিনারসেট রয়েছে। এগুলো মূলত ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য। প্রশ্ন হল, এগুলো কি যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকাতযোগ্য সম্পদ হল কয়েকটি। যেমন, স্বর্ণ, রূপা, ব্যসায়িক মাল, টাকা-পয়সা এবং ক্ষেত্র বিশেষ কিছু কছু পশু। এছাড়া অন্য কোনো সম্পদে যাকাত আবশ্যক হয় না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : إذَا بَلَغَ الْمَالُ مِئَتَيْ دِرْهَمٍ ، فَفِيهِ خَمْسَةُ دَرَاهِمَ
‘সম্পদ যখন দুইশ দেরহামে পৌঁছবে তখন তার উপর পাঁচ দেরহাম যাকাত ফরজ হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৯৯৩৬]
সুতরাং, ডিনারসেট দামি ও অব্যবহৃত হলেও তা যাকাতযোগ্য সম্পদরূপে বিবেচিত হবে না।
হেদায়া ১/১৮৬; বাদায়েউস সানায়ে ২/৯২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم