প্রশ্ন
সম্মিলিত জিকিরের মজলিসগুলোতে দেখা যায় কেউ কেউ লাফালাফি করছে। আবার কেউ লাফ দিয়ে বাঁশের মাথায় উঠে যাচ্ছে। কেউ আবার অস্বাভাবিক আচরণ করছে। প্রশ্ন হল< এ জাতীয় কর্মকাণ্ড কি শরিয়ত সম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জিকির চলাকালে কারো মাঝে যদি বিশেষ অবস্থার সৃষ্টি হয়ে যায় যার ফলে সে অনিচ্ছাকৃত অস্বাভাবিক আচরণ করে তাহলে তা দূষণীয় নয়। তবে এ কাজটি যদি ইচ্ছাকৃত হয় তাহলে তা অত্যন্ত গর্হিত ও শয়তানী কাজ হবে। এ জাতীয় কাজ শরিয়ত কখনই সমর্থন করে না। ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন,
‘বর্তমানে সুফীরা এমন অনেক নতুন বিষয় উদ্ভাবন করেছে যা হারাম হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই।… তাদের অনেকের কাছ থেকে পাগলামী ও বাচ্চাসুলভ আচরণ প্রকাশ পেয়েছে।… আরেকদল এটিকে ইবাদত ও ভালো কাজরূপে গণ্য করেছে।… অথচ এগুলো নিশ্চিতভাবেই ইসলাম বিদ্বেষীদের প্রভাবের অন্তর্ভুক্ত।’ [ফাতহুল বারী ২/৩৬৮]
তবে কারো থেকে অনিচ্ছাকৃত এ জাতীয় আচরণ প্রকাশ পেলে তার নিন্দা করা হবে না।
আওয়ারিফুল মাআরিফ পৃ. ১১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم