প্রশ্ন
শুনেছি, তালাক দেওয়া একটি খারাপ কাজ। তালাকের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলাম কেবল প্রয়োজনের সময় তালাক দিতে বলে। অপ্রয়োজনে তালাক দিতে অনুৎসাহিত করে। হাদিস শরিফে বলা হয়েছে-
أَبْغَضُ الْحَلالِ إلَى اللَّهِ عَزَّ وَجَلَّ الطَّلاقُ
‘আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত বৈধ বিষয় হল তালাক দেওয়া।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২১৭৮]
আরেক হাদীসে বলা হয়েছে-
أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلاَقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ لَمْ تَرِحْ رَائِحَةَ الْجَنَّةِ
‘যে নারী (শরীয়তসম্মত) ওজর ছাড়া স্বামীর নিকট তালাকের আবেদন করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৯৬০৩]
আলী রাযিয়াল্লাহু আনহু বলেন-
الطَّلاَقُ قَبِيحٌ ، أَكْرَهُهُ
‘তালাক মন্দ কাজ। আমি তা অপছন্দ করি।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৯৬০১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم