প্রশ্ন
কোন কোন ব্যক্তির অভ্যাস হয়ে যায় দাঁড়িতে হাত বুলানো। এমনকি নামাজের মধ্যেও দাঁড়িতে হাত বুলাতে থাকে। এতে নামাজের কোন সমস্যা হবে কি
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজের মধ্যে দাঁড়িতে হাত বুলানো নামাজের খুশু-খুযুর পরিপন্থী। সাঈদ ইবনুল মুসাইয়িব (রহ.) এক ব্যক্তিকে নামাযরত অবস্থায় দাঁড়িতে হাত বুলাতে দেখে বললেন:
‘তার অন্তরে যদি খুশু থাকত তবে তার অঙ্গ-প্রত্যঙ্গ স্থির থাকত।’ [মুসান্নাফ আবদুর রাযযাক, হাদিস: ৩৩০৮]
অবশ্য এর কারণে তার নামাজ নষ্ট হয়ে যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم