প্রশ্ন
আমাদের এলাকায় গতকালকে একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে একজন বক্তা সুলাইমান (আ.)-এর একটি ঘটনা বলেন। তিনি একবার একরাতে তাঁর সত্তর জন স্ত্রীর সাথে রাত্রি যাপনের ইচ্ছা ব্যক্ত করেন এবং বলেন, প্রত্যেক স্ত্রী একটি করে সন্তান প্রসব করবে। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি। ফলে তাদের কেউ সন্তান প্রসব করতে পারেনি। শুধু একজন স্ত্রী একটি অর্ধ বিকলাঙ্গ সন্তান প্রসব করে। প্রশ্ন হল, এই ঘটনাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, একটি সহিহ হাদিসে ঘটনাটি বর্ণিত হয়েছে। কিছু বর্ণনায় সুরাইমান (আ.)-এর স্ত্রী সংখ্যা ১০০ বলা হয়েছে। আর কিছু বর্ণনায় ৭০ বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
إِنَّ سُلَيْمَانَ بْنَ دَاوُدَ قَالَ لأَطُوفَنَّ اللَّيْلَةَ عَلَى سَبْعِينَ امْرَأَةً تَلِدُ كُلُّ امْرَأَةٍ غُلاَمًا . فَطَافَ عَلَيْهِنَّ فَلَمْ تَلِدِ امْرَأَةٌ مِنْهُنَّ إِلاَّ امْرَأَةٌ نِصْفَ غُلاَمٍ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَوْ قَالَ إِنْ شَاءَ اللَّهُ لَكَانَ كَمَا قَالَ
‘সুলায়মান ইবনে দাউদ (আ.) একবার বলেছিলেন, আমি আজ রাতে অবশ্যই সত্তর জন স্ত্রীর শয্যা পরিভ্রমণ করব। প্রত্যেক মহিলাই একজন করে সন্তান প্রসব করবে। অনন্তর তিনি উক্ত স্ত্রীদের শয্যা পরিভ্রমণ করেন। কিন্তু তাদের মাঝে কেউ কোন সন্তান প্রসব করতে পারল না। কেবল একজন একটি অর্ধ বিকলাঙ্গ শিশু প্রসব করল। অনন্তর রাসূল (সা.) বললেন, যদি তিনি এতদসঙ্গে ইনশাআল্লাহ বলতেন তবে তার কথা অনুসারেই বিষয়টি ঘটত।’ [সুনানে তিরমিযী, হাদিস: ১৫৩৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم