প্রশ্ন
আমার এক বন্ধুর তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। যাওয়ার আগে আমার বন্ধু তাকে বলে সাইন করে যাও। কিন্তু সে সাইন না করেই চলে যায়। আমার বন্ধু এ কথা বলার সময় তালাকের নিয়ত করেনি। প্রশ্ন হল, এর দ্বারা কি তালাক হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার বন্ধুর এ কথার দ্বারা তালাক পতিত হয়নি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
إن الله تجاوز لأمتي عما لم تتكلم به أو تعمل به، وبما حدثت به أنفسها
‘নিশ্চয় আল্লাহ আমার উম্মতের মনে যা উদয় হয় তা যতক্ষণ না সে মুখে বলে অথবা কার্যে পরিণত করে ততক্ষণ তা উপেক্ষা করেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২২০৯]
উল্লেখ্য, শরিয়তের দৃষ্টিতে তালাক অত্যন্ত গর্হিত একটি মুবাহ কাজ। কাজেই যেখানে সেখানে তালাকের ব্যবহার করা থেকে বিরত থাকা উচিৎ।
রদ্দুল মুহতার ৪/৫৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم