প্রশ্ন
কিছুদিন আগে আমাদের এলাকায় একজন আলেম তার বয়ানে বলেন, দাইয়ুস ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না। এরপর তিনি দাইয়ুস ব্যক্তির পরিচয় দেন। প্রশ্ন হল, আসলেই কি দাইয়ুস ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত আলেম সাহেবের বক্তব্য সঠিক। কেয়ামতের দিন আল্লাহ তাআলা দাইয়ুস ব্যক্তির দিকে তাকাবেন না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
ثَلَاثةٌ لاَ يَنْظُرُ الله إليْهِمْ يَوْمَ القِيامَةِ العَاقُّ والمَرْأةُ المُتَرَجِّلَةِ المُتَشَبِّهَةُ بالرِّجالِ والدَّيُّوثُ
‘তিন ব্যক্তির প্রতি আল্লাহ কেয়ামতের দিন তাকিয়ে দেখবেন না; পিতা-মাতার অবাধ্য সন্তান, পুরুষবেশিনী বা পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিণী মহিলা এবং দাইয়ুস (যে তার স্ত্রী, কন্যা ও বোনের চরিত্রহীনতা ও নোংরামিতে চুপ থাকে এবং বাধা দেয় না।)।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ৬১৮০]
আল্লাহ তাআলা আমাদেরকে এ জাতীয় চরিত্র থেকে হেফাজত করুন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم