প্রশ্ন
অনেককে দেখি জানাযার নামাজ জুতার উপর দাঁড়িয়ে পড়ে। প্রশ্ন হল, এভাবে নামাজ পড়লে নামাজে কোনো সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজ শুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা শর্ত। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَثِيَابَكَ فَطَهِّرْ
‘তুমি তোমার পোশাক পবিত্র কর।’ [সূরা মুদদাসসির, আয়াত: ৪]
সুতরাং কেউ যদি জুতা খুলে তার উপর দাঁড়ায় এবং জুতার উপরিভাগ পবিত্র থাকে তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।
আল বাহরুর রায়েক ২/৩১৫; ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم