প্রশ্ন
আমার নাম আব্দুল করীম। আমি এক ব্যক্তি থেকে ২০ বছর আগে ৩০ হাজার টাকা নিয়েছিলাম। সে ৩০ হাজার টাকা দিয়ে সে সময় এক কাঠা জমি কিনেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে সে টাকা পরিশোধ করতে পারিনি। বর্তমানে সে জমিটির মূল্য কয়েক লাখ টাকা। এখন আমি ঐ ব্যক্তিকে টাকা পরিশোধ করতে গেলে সে বলে, তাকে বর্তমান মূল্য ধরে ঋণ পরিশোধ করতে হবে। প্রশ্ন হল, টাকার ঋণ কি বর্তমান মূল্যে পরিশোধ করতে হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামি শরিয়তে সুদ হারাম। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।’ [সূরা বাকারা, আয়াত: ২৭৫]
প্রদত্ত ঋণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করাও সুদের অন্তর্ভুক্ত। হাদিস শরিফে এসেছে,
‘আবু বুরদাহ (রহ.) বলেন, আমি মদিনায় গেলাম; আবদুল্লাহ ইবনে সালামের সাথে আমার দেখা হল। তিনি আমাকে বললেন, তুমি আমাদের এখানে আসবে না? তোমাকে আমি খেজুর ও ছাতু খেতে দেব এবং একটি ঘরে থাকতে দেব। অতঃপর তিনি বললেন, তুমি এমন স্থানে (ইরাকে) বসবাস কর, যেখানে সুদের কারবার খুব ব্যাপক। যখন কোনো মানুষের নিকট তোমার কোনো প্রাপ্য থাকে আর সেই মানুষটি যদি তোমাকে কিছু ঘাস, খড় অথবা খড়ের ন্যায় সামান্য কিছুও হাদীয়া পেশ করে তার কাছ থেকে তা গ্রহণ করো না, যেহেতু তা সুদের অন্তর্ভুক্ত।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৮১৪]
সুতরাং আপনি যেহেতু উক্ত ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন তাই তার প্রদত্ত টাকাই তাকে ফেরত দেওয়া আপনার উপর অপরিহার্য। এক্ষেত্রে বর্তমান মূল্য ধরে বেশি চাওয়ার অধিকার তার নেই।
আদদুররুল মুখতার ৭/৩০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم