প্রশ্ন
আমার বোন একটি ছেলেকে পছন্দ করে। কিন্তু ছেলেটি শিয়া মতাবলম্বী, আর আমরা সুন্নী। উভয় পরিবার এ বিয়েতে সম্মত। মুফতী সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি যে, শিয়া মতাবলম্বী ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শিয়া সম্প্রদায় বিভিন্ন উপদলে বিভক্ত। এদের কিছু কাফের, আর কিছু কাফের না, তবে গোমরাহ। যে সকল শিয়ারা কাফের তাদের কিছু আকীদা হল,
১। সাহাবায়ে কেরাম কাফের।
২। কুরআন বিকৃত হয়ে গিয়েছে।
৩। ইমামতের আকিদা পোষণ করার মাধ্যমে খতমে নবুওতকে অস্বীকার করা।
৪। আলী (রা.), ফাতেমা (রা.) ও হুসাইন (রা.) এর পূজা করা।
৫। জিবরাইল (আ.) আমানতের খেয়ানত করেছেন, কারণ নবুওত পাওয়ার কথা ছিল আলী (রা.) এর, রাসূল (সা.) এর নয়।
যদি ছেলে কাফের সম্প্রদায়ভুক্ত শিয়া মতাবলম্বী হয়ে থাকে তাহলে এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া বৈধ হবে না। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
‘আর মুশরিক পুরুষদের সাথে (মুসলিম নারীদের) বিয়ে দিয়ো না, যতক্ষণ না তারা ঈমান আনে। আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহবান করে, আর আল্লাহ তাঁর অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহবান করেন এবং মানুষের জন্য তাঁর আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।’ [সূরা বাকারা, আয়াত: ২২১]
তবে যদি গোমরাহ সম্প্রদায়ভুক্ত শিয়া মতাবলম্বী হয় তাহলেও তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া থেকে বিরত থাকা উচিৎ। তবে ছেলে যদি তওবা করে তার আকীদা ঠিক করে নেয় তাহলে তার কাছে মেয়ে বিয়ে দিতে কোনো সমস্যা নেই।
রদ্দুল মুহতার ৪/১৩৫; ফাতওয়ায়ে হিন্দিয়া ২/২৬৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم