প্রশ্ন
আমাদের এলাকার দুই ভাই ঝগড়া করার সময় ছোট ভাই বড় ভাইকে কাফের বলে গালি দেয়। এতে তার কী ধরনের গুনাহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোন মুসলমানকে কাফের বলে ডাকা মারাত্মক গুনাহের কাজ। হাদিসে এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إِذَا قَالَ الرَّجُلُ لأَخِيهِ يَا كَافِرُ فَقَدْ بَاءَ بِهِ أَحَدُهُمَا
‘যখন কেউ তার মুসলিম ভাইকে ‘হে কাফির’ বলে ডাকে, তখন তা তাদের দু’জনের কোন একজনের উপর বর্তায়।’ [সহিহ বুখারি, হাদিস: ৬১০৩]
তাই এ থেকে তাকে তাওবা করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কাজ আর না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم