প্রশ্ন
নবুওয়াত লাভের পূর্বে রাসূল (সা.) কোন ধরনের ইবাদত করতেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নবুওয়াত লাভের পূর্বে রাসূল (সা.) কোন ধরনের ইবাদত করতেন- তা কুরআন-সুন্নাহের কোথাও সুস্পষ্টরূপে বলা হয়নি। তবে একটি হাদিসে নবুওয়াত লাভের প্রাথমিক অবস্থা সম্পর্কে ইরশাদ হয়েছে,
ثُمَّ حُبِّبَ إِلَيْهِ الْخَلاَءُ، وَكَانَ يَخْلُو بِغَارِ حِرَاءٍ فَيَتَحَنَّثُ فِيهِ ـ وَهُوَ التَّعَبُّدُ ـ اللَّيَالِيَ ذَوَاتِ الْعَدَدِ قَبْلَ أَنْ يَنْزِعَ إِلَى أَهْلِهِ، وَيَتَزَوَّدُ لِذَلِكَ، ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ، فَيَتَزَوَّدُ لِمِثْلِهَا
‘অতঃপর তাঁর নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরা গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্যসামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে- এভাবে সেখানে তিনি এক নাগাড়ে বেশ কয়েক দিন ইবাদাতে মগ্ন থাকতেন। অতঃপর খাদীজা (রা.)-এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৩]
সেখানে তিনি আল্লাহ তাআলার জন্য মোরাকাবায় লিপ্ত থাকতেন। মোরাকাবা অর্থ হল, অপেক্ষা করা, পাহারা দেওয়া বা কোনো কিছু পাওয়ার জন্য আশা করা। তিনি সত্যের সন্ধানে বিভোর ছিলেন। ফলে আল্লাহ তাআলা তাকে নবুওয়াত দান করেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى
‘আর তিনি তোমাকে পেয়েছেন সত্যের সন্ধানে বিভোর । অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।’ [সূরা দুহা, আয়াত: ৭]
কেউ কেউ বলেছেন, তিনি ইবরাহীম (আ.)-এর ধর্মমতে ইবাদত করতেন। তবে তিনি কোন ধরনের ইবাদত করতেন তার কোনো ব্যাখ্যা তিনি দিয়ে যাননি। কাজেই আমাদের জন্য ধারণা করে কোনো কিছু বলা ঠিক হবে না। তবে এতটুকু বিশ্বাস করতে হবে যে, তিনি আল্লাহর পছন্দনীয় আমলে মশগুল থাকতেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم