প্রশ্ন
সুন্নত নামাজে যদি কোনো ভুল হয় তাহলে সাহু সেজদা দেওয়া লাগবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যে সকল কারণে সাহু সেজদা আবশ্যক হয়, সুন্নত নামাজে সে সকল কারণের কোনো একটি পাওয়া গেলে সাহু সেজদা আবশ্যক হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে,
عن الشعبي، قال: من زاد في الركعتين الأوليين على التشهد، فعليه سجدتا السهو
‘শাবী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি প্রথম বৈঠকে তাশাহুদের চেয়ে অতিরিক্ত কিছু পড়ে তাহলে তার সাহু সেজদা দিতে হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৩০৩৯]
আদ্দুররুল মুখতার ২/৫৬০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم