প্রশ্ন
হাদিসে নাকি কালো কুকুর মেরে ফেলতে বলা হয়েছে। রেফারেন্স সহ জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর্তমানে অনেকের মাঝে কুকুরপ্রীতি লক্ষ্য করা যায়। অথচ প্রয়োজন ছাড়া কুকুর পাললে অনেক সাওয়াব কমে যায়। এমনকি হাদিসে কালো কুকুর হত্যা করতেও বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে-
عن جابر قال : سمعت النبي صلى الله عليه و سلم يقول: لولا أن الكلاب أمة من الأمم لأمرت بقتلها ولكن اقتلوا الكلب الأسود البهيم فإنه شيطان
‘জাবের (রা.) বলেন: আমি নাবি (সা.)-কে বলতে শুনেছি, যদি কুকুর এক প্রকার প্রাণী না হত তাহলে আমি সেগুলোকে হত্যা করার নির্দেশ দিতাম। তবে তোমরা কুচুকুচে কালো কুকুরকে হত্যা করে ফেল। কারণ এগুলো শয়তান।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৬৫৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم