প্রশ্ন
সন্তানের দোয়ার কারণে কি জান্নাতে মর্যাদা বৃদ্ধি করা হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, সন্তানের দোয়ার কারণে জান্নাতে পিতামাতার মর্যাদা বৃদ্ধি করা হয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ: أَنَّى هَذَا؟ فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ
‘জান্নাতে মানুষের মর্যাদা অবশ্যই বৃদ্ধি করা হবে। সে বলবে, এটা (মর্যাদা বৃদ্ধি) কিভাবে হলো? বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার বদৌলতে।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৬৬০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم