প্রশ্ন
আমার এক বন্ধু এ বছর হজ্বের সময় মারওয়া থেকে শুরু করে সাফায় এসে শেষ করেছে। এখন তার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বন্ধুর করণীয় হল সাফা থেকে মারওয়া পর্যন্ত অতিরিক্ত আরেকটি চক্কর দিয়ে নেওয়া। তাহলে তার উপর কোন জরিমানা আসবে না।
কিন্তু যদি তিনি আরেকটি চক্কর না দেন তাহলে তার উপর দম দেওয়া অপরিহার্য হবে।
গুনইয়াতুন নাসিক ১৩১-১৩২;ফাতাওয়া তাতারখানিয়া ২/৫১৪; বাদায়েউস সানায়ে ২/৩১৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم