প্রশ্ন
নারীরা চুলে খোপা বাঁধতে পরবে কি? শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে নারীদের জন্য সাজ-সজ্জা গ্রহণ করা বৈধ। চুলে খোপা বাঁধাও সাজ-সজ্জার অন্তর্ভুক্ত। কাজেই চুলে খোপা বাঁধতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। তাছাড়া রাসূল (সা.)-এর যুগের নারীরাও চুলে খোপা বাঁধতেন। হাদিস শরিফে এসেছে,
عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ امْرَأَةً جَاءَتْ إِلَى أُمِّ سَلَمَةَ بِهَذَا الْحَدِيثِ قَالَتْ: فَسَأَلْتُ لَهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ قَالَ فِيهِ: وَاغْمِزِي قُرُونَكِ عِنْدَ كُلِّ حَفْنَةٍ
‘উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, প্রত্যেক অঞ্জলি পানি ঢালার সময় চুলের বেণী বা খোপা নিংড়ে নিবে।’ [সুনানে আবু দাউদ হাদিস: ২৫২]
কাশফুল খফা ১/৩৯৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم