প্রশ্ন
আমি একটি বইয়ে পড়েছি, হাদিস শরিফে এসেছে যে, মেসওয়াক করে নামাজ পড়লে সেই নামাজে সত্তরগুণ বেশি সওয়াব হয়। আমি জানতে চাচ্ছি, এ মর্মে কোনো হাদিস বর্ণিত আছে কি? আমার এক ভাই বলল, এ মর্মে দলিলযোগ্য কোনো হাদিস বর্ণিত নেই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মেসওয়াক করে নামাজ পড়লে সেই নামাজে সত্তরগুণ বেশি সওয়াব হয়- এ মর্মে হাসান পর্যায়ের হাদিস বর্ণিত আছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
رَكْعَتَانِ بِسِوَاكٍ أَفْضَلُ مِنْ سَبْعِينَ رَكْعَةً بِغَيْرِ سِوَاكٍ
‘মেসওয়াকসহকারে দুই রাকাত নামাজ পড়া মেসওয়াক ছাড়া সত্ত্র রাকাত নামাজ পড়ার চেয়েও উত্তম।’ [মাজমাউয যাওয়ায়েদ, হাদিস: ২৫৫৫]
আল্লামা আজুলুনী (রহ.) উক্ত হাদিসের রাবীদের ব্যাপারে তার কিতাবে লিখেন,
رواه الدارقطني في الأفراد عن أم الدرداء ….، ورجاله موثقون، ورواه الحميدي وأبو نعيم عن جابر وإسناده حسن
‘হাদিসটি ইমাম দারাকুতনী (রহ.) উম্মে দারদা (রা.) থেকে তার কিতাব আফরাদে উল্লেখ করেছেন….। সেই হাদিসের রাবীরা সকলেই বিশ্বস্ত। ইমাম হুমাইদী (রহ.) ও আবু নুয়াইম (রহ.) উক্ত হাদিসটি জাবের (রা.) থেকে রেওয়ায়েত করেছেন। সেই হাদিসের সনদ হাসান পর্যায়ের।’ [কাশফুল খফা ১/৪৩৫, হাদিস: ১৩৯৯]
আর উসুলে হাদিসের আলোকে হাসান পর্যায়ের হাদিস দলিলযোগ্য।
সুতরাং, ঢালাওভাবে না জেনে কোনো একটি বিষয়কে দলিলহীন বলে দেওয়া কোনোক্রমেই উচিৎ নয়।
শরহে নুখবা পৃ. ৬০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم